রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সারা রাজ্যে করোনা নাইট কার্ফু শুরুর সময় সংশোধন করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব কুমার অলক এক আদেশে কিছু নির্দেশিকা জারি করেছেন। করোনা নাইট কার্ফু ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিদিন রাত দশটা থেকে পরদিন সকাল পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে কার্যকর থাকবে। এই আদেশ অনুসারে কিছু করোনা বিধিনিষেধ সারা রাজ্যে কার্যকর থাকবে। কঠোরভাবে করোনা বিধি পালন করে বন্ধ জায়গায় সভা/জমায়েত করা যাবে। দুই গজ দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে। কোভিক বিধিনিষেধ নিশ্চিত করতে এসব অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং করা হবে। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, জিমনাসিয়াম, সুইমিংপুল, স্টেডিয়াম, বিনোদন পার্ক, বার ইত্যাদি ৫০ শতাংশ ধারণক্ষমতা পূরণ করে খোলা যাবে। সমস্ত একক ভাবে পরিচালিত দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান (শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সেলুনসহ) সকাল ছয়টা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা রাখা যাবে। রেস্টুরেন্ট/ ধাবা রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে। হোটেলের ভিতরে রেস্টুরেন্ট বাইরের অতিথির জন্য রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু হোটেলে অবস্থানকারী অতিথিরা সবসময় রেস্টুরেন্টের পরিষেবা নিতে পারবে। রেস্টুরেন্ট/ধাবার ভিতরে মালিক বা তার সহকারীরা প্রতি ৩৬ স্কয়ার ফুট এলাকায় একজনের বেশি থাকতে পারবেন না। এমনই নানা বিধি নিষেধ জারি করা হয়েছে মঙ্গলবার।
থাকছে করোনা নাইট কারফিউঃ ত্রিপুরা
আগস্ট ৩১, ২০২১
0
নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
Tags