Type Here to Get Search Results !

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি মন্ত্রিসভা মঙ্গলবার সম্প্রসারিত হয়েছে। নতুন রাজভবনের দরবার হলে মন্ত্রিপরিষদে শপথ নেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়ক ভগবান দাস এবং বিধায়ক সুশান্ত চৌধুরী। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশা প্রকাশ করেন নতুন মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নীতিতে রাজ্যের আপামর জনসাধারণের সার্বিক বিকাশে কাজ করবেন। তিনি বলেন, সরকার রাজ্যের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।






শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজস্ব মন্ত্রী নরেন্দ্র দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্যসচিব কুমার অলক,বিধায়করা ও রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃসুমিত কুমার সিংহ

৩১শে আগস্ট ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.