Type Here to Get Search Results !

প্রয়োজনে সময়ের আগেই নেওয়া যাবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ : কেরল হাই কোর্ট

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


৮৪ দিন সম্পূর্ণ হওয়ার আগেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার অনুমতি দিল কেরল হাই কোর্ট। দু’টি সংস্থার আবেদনের নিরিখেই এই নির্দেশ দিয়েছে আদালত। স্বাস্থ‌্য দপ্তরকে নির্দেশ দেওয়া হল, এ ব‌্যাপারে কো-উইন পোর্টালে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওই সংস্থার কর্মীদের টিকা দেওয়ার জন‌্য উপযুক্ত পদক্ষেপ করার জন‌্য। বিচারপতি পি বি সুরেশ কুমার এদিন ওই দুই সংস্থার আবেদন মতো কোভিশিল্ডের প্রথম ডোজের চার সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেওয়ার জন‌্য অনুমোদন দেয় আদালত। মামলার শুনানিতে আদালত প্রশ্ন তুলেছে, এই দুই সংস্থার কর্মীদের বিদেশে যাওয়ার জন‌্য এবং আগাম সুরক্ষা দেওয়ার জন‌্য যদি কোভিশিল্ড টিকার অনুমোদন দেওয়া হয়, তাহলে অন‌্যান‌্য সংস্থার কর্মী, যাঁরা কাজের প্রয়োজনে কিংবা শিক্ষার জন‌্য বিদেশ যেতে চান তাঁদের এই সুযোগ কেন দেওয়া হবে না? সংস্থা দু’টির পক্ষে আদালতে জানানো হয়েছে, সরকারের দেওয়া টিকার ভরসায় না থেকে নিজেদের উদ্যোগেই তারা সংস্থার প্রতিটি কর্মী ও তার পরিবারের সদস‌্যদের টিকার বন্দোবস্ত করেছে। আদালত জানিয়েছে, বেসরকারি ক্ষেত্র থেকে যারা অর্থের বিনিময়ে টিকা নিতে প্রস্তুত তাঁদের কেন সেই সুযোগ দেওয়া হবে না? ওই দুই সংস্থার তরফে বলা হয়, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন‌্য ৮৪ দিন অপেক্ষার নিয়মের ফাঁসে তাঁদের কর্মীদের বিদেশযাত্রা বিলম্বিত হচ্ছিল। সেই কারণেই তারা ব‌্যতিক্রমী রেহাই চেয়ে আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার রায়ে এদিন কোভিশিল্ডের ডোজের মধ্যে ব‌্যবধান কমাতে নির্দেশ দিয়েছে কোর্ট।


আরশিকথা দেশ-বিদেশ


সংগৃহীত

৭ই সেপ্টেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.