আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কমল নাথকে ‘কৃষ্ণ’ আর শিবরাজকে ‘কংস’ সাজিয়ে ভোট চাইছে কংগ্রেস, পোস্টার ঘিরে বিতর্ক তুঙ্গে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    জন্মাষ্টমীর আবহে মধ্যপ্রদেশে তারই পুনরাবৃত্তি ঘটাল কংগ্রেস। ভোপালে কংগ্রেসের পার্টি অফিসের ঠিক বাইরেই এক অতিকায় পোস্টারকে ঘিরে তৈরি হল বিতর্ক। সেই পোস্টারে কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের বেশে। এখানেই শেষ নয়। সেই সঙ্গে কংস সাজানো হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। বলাই বাহুল্য কংগ্রেসের এমন শ্লেষে অসন্তুষ্ট গেরুয়া শিবির। পালটা আক্রমণ শানিয়েছে তারাও। ২০২৩ সালে পরবর্তী বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে। ওই নির্বাচনকে ‘পাখির চোখ’ করেই এখন থেকে শিবরাজ সরকারকে নিয়মিত আক্রমণ করে চলেছে কংগ্রেস। এই পোস্টারেও সেই ধারই অনুসরণ করা হয়েছে। কংগ্রেস সাংসদ শাহিয়ার খানের তত্ত্বাবধানে তৈরি হওয়া ওই পোস্টারে দাবি করা হয়েছে কমল নাথ যেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে শিবরাজকে শিক্ষা দেন। ওই কংগ্রেস নেতা জানিয়েছেন, ”যখন পৃথিবীতে পাপ পূর্ণ হয়ে ওঠে, ঈশ্বর কাউকে পাঠান। কমল নাথই সেই ‘বিকাশ পুরুষ’।”স্বাভাবিক ভাবেই এমন কটাক্ষকে একেবারেই ভালভাবে নিচ্ছে না বিজেপি। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর দাবি, এই ধরনের পোস্টার বানিয়ে কংগ্রেস আসলে ধর্মের পরিহাস করছে। এর আগে সোনিয়া গান্ধীকে দুর্গা হিসেবে দেখানো হয়েছিল। আর এবার কমল নাথকে কৃষ্ণ সাজানো হয়েছে। নরোত্তমের অভিযোগ, এভাবে কংগ্রেস জাতীয়তাবাদ ও হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করছে।


    আরশিকথা দেশ-বিদেশ সংবাদ

    ১লা সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default