প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেনের বাড়িতে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। সুচিত্রা কন্যার বাড়ির কর্মচারীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার পরই বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান মুনমুন সেন। তাঁর অভিযোগের ভিত্তিতে রবিবার চারজনকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার রাত ১১টা নাগাদ। অভিযোগ, সেই সময় আচমকা মুনমুন সেনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ১০-১৫ জন দুষ্কৃতী। প্রাক্তন সাংসদের কর্মচারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে দুষ্কৃতীরা। তাদের মারধরও করা হয়। ঘটনায় কার্তিক, বুদ্ধ ও শংকর নামের তিনজন আহত হন।মুনমুন সেনের কর্মচারীদের পোশাকও ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। গন্ডগোলের আঁচ পেয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন মুনমুন সেন। পরিস্থিতি দেখে বালিগঞ্জ থানায় ফোন করে খবর দেন তিনি। অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদের অভিযোগের ভিত্তিতে রবিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম বান্টি নস্কর (২১), বিশাল নস্কর (১৮), রোহন রাম (১৯), রোহিত রাম (২৪)। পদ্মপুকুর লেন ও চক্রবেড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের জামিন না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই সেপ্টেম্বর ২০২১