আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনার মাঝেই নিপা ভাইরাসে কেরলে প্রাণহানি এক কিশোরের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    ফের কেরলে চোখ রাঙাচ্ছে নিপা ভাইরাস। তাতে প্রাণহানিও হল এক কিশোরের। নিহত বছর বারোর কিশোরের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।গত ৩ সেপ্টেম্বর থেকে কোঝিকোড়ের বাসিন্দা ওই কিশোরের শরীরে নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। চিকিৎসকের পরামর্শ মতো নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পুণেতে। সেখান থেকেই জানানো হয় নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিশোর। এ বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান, তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। এরপর একটি মেডিক্যাল কলেজ হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। তবে সেখানেও চিকিৎসায় কিশোরের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। সে কারণে আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শত চেষ্টাতেও সুফল মেলেনি। পরিবর্তে রবিবার সকালে প্রাণহানি হয় বছর বারোর কিশোরের। করোনা পরিস্থিতি কেরলে যথেষ্ট উদ্বেগজনক। এই পরিস্থিতিতে নিপা ভাইরাসের প্রকোপে আতঙ্ক যে বেশ জাঁকিয়ে বসেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কোঝিকোড়ে জেলায় পরিদর্শনে যান খোদ স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। যারা নিপা ভাইরাসে আক্রান্ত ওই কিশোরের সংস্পর্শে এসেছেন, তাঁদের আলাদাভাবে নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁদের কারও শরীরে নিপা ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায়নি বলেই খবর। রবিবার সকালে কেন্দ্র থেকেও একটি দল কোঝিকোড়েতে পৌঁছেছে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৫ই সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default