আলাপ পর্বের জন্য সময় নির্ধারিত ছিল ২০ মিনিট। কিন্তু সেই আলাপচারিতা গড়িয়ে গেল এক ঘণ্টায়। পরিবেশ বাঁচাতে যৌথ আলোচনা, সমাধানসূত্র খোঁজা ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে আলোচনা, সর্বোপরি নিজেদের মধ্যে গল্প – এসবের মধ্যেই সময় গড়িয়ে গেল। এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পোপ ফ্রান্সিসের প্রথমবারের সাক্ষাৎপর্ব জমে গেল বেশ। নিজেই সেই আলাপচারিতার কয়েক মুহূর্তের ছবি টুইট করলেন নরেন্দ্র মোদি। এবার তাঁর বিদেশ সফরের বহু প্রতীক্ষীত একটি অধ্যায় শেষ হল। শনিবার সকাল সকাল ভ্যাটিকান সিটিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে মোদি একাই পোপের অতিথি। সেখান থেকে পোপের প্রাসাদে যান মোদি। ফ্রান্সিস এবং মোদির মধ্যে একান্তে কথাবার্তা চলে। উভয়ের এই সাক্ষাতের জন্য সময় ধরা হয়েছিল মিনিট ২০। কিন্তু কথার স্রোতে সেই সময় কোথায় যে কখন ভেসে গিয়েছে, টের পাননি কেউই। সূত্রের খবর, দু’জনে নাকি পবিত্রতা প্রসঙ্গে বিশদে আলোচনা চালিয়েছেন। একঘণ্টার আলাপপর্বে পোপ ফ্রান্সিসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
৩০শে অক্টোবর ২০২১