সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার অরুণাচল প্রদেশে নদীর জল আচমকাই কালো হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কেবল নদীর জলের রং বদলে যাওয়াই নয়, সেই সঙ্গে নদীতে ভেসে উঠতে দেখা গেল প্রচুর মরা মাছও। স্থানীয়দের অভিযোগ, এর পিছনে রয়েছে চিন! এদিন সকালে দেখা যায় অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কেমংয়ের জল হয়ে গিয়েছে কালো। ভেসে উঠছে কাতারে কাতারে মরা মাছ। ইতিমধ্যেই প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে স্থানীয়দের ওই মাছ না খেতে বলা হয়েছে।পাশাপাশি নদীর জলও খেতে নিষেধ করে দেওয়া হয়েছে। নদীর জল কালো হওয়ার পেছনে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও কারণের কথা জানা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ এর পিছনে রয়েছে চিনের ভূমিকা। সেপ্পা গ্রামের অধিবাসীদের অভিযোগ, সীমান্ত জুড়ে নানা রকম নির্মাণকাজ চালাচ্ছে বেজিং। আর সেই কারণেই প্রচুর পরিমাণে অদ্রবীভূত পদার্থ মিশে গিয়ে জলের ওই অবস্থা হয়েছে। বিষাক্ত হয়ে গিয়েছে জল। জলে অক্সিজেনের অভাবের কারণেই মারা গিয়েছে মাছগুলি।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
৩০শে অক্টোবর ২০২১