আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পিকাসোর ১১টি চিত্রকর্ম বিক্রি ১১০ মিলিয়ন ডলারে

    আরশি কথা

    বিশেষ প্রতিবেদক,আরশিকথাঃ


    প্রায় ১১০ মিলিয়ন ডলারে বিক্রি হলো বিশ্ববিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর ১১টি চিত্রকর্ম। এই চিত্রকর্মগুলো গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে ছিল। শনিবার এগুলো বিক্রিতে নিলাম আয়োজন করে এমজিএম রিসোর্ট। এই অর্থ দিয়ে কোম্পানিটি তাদের চিত্রকর্মের সংগ্রহ আরও বৃদ্ধি করতে চায়। 

    নিলামে পাবলো পিকাসোর ৯টি ছবি এবং ২টি সিরামিক পিস তোলা হয়েছিল। স্প্যানিশ এই শিল্পী ১৯৭৩ সালে মারা যান। শনিবার নিলামে যেসব চিত্রকর্ম তোলা হয় তারমধ্যে রয়েছে, ১৯৩৮ সালের কমলা রঙের টুপি পরা নারীর ছবি। এই একটি ছবিই বিক্রি হয়েছে ৪০.৫ মিলিয়ন ডলারে।

    প্রাথমিকভাবে এর দাম ধারণা করা হয়েছিল ২০ থেকে ৩০ মিলিয়ন ডলারের মধ্যে। পিকাসোর আরেক মাস্টারপিস ম্যান এন্ড চাইল্ড বিক্রি হয়েছে ২৪.৪ মিলিয়ন ডলারে।


    আরশিকথা অতিথি কলাম


    তথ্যসূত্রঃ বিবিসি

    ২৯শে অক্টোবর ২০২১

     

    3/related/default