বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, মন্দির ও দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার আগরতলায় এক দীর্ঘ মিছিল করে সংগঠন।
বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিলে অংশ নেয়। মিছিলটি শুরু হয় রাজধানীর শংকর চৌমুহনী সংলগ্ন ভিএইচপি'র রাজ্য কার্যালয়ের সামনে থেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল এগিয়ে যায় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের কার্যালয়ের কাছে। সেখানে দেওয়া হয় ডেপুটেশন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম জেলা সভাপতি শংকর সরকার। দাবি জানানো হয় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা প্রদান ও দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২১শে অক্টোবর ২০২১