Type Here to Get Search Results !

দেশের সেরা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশের সেরা মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল। সম্প্রতি IANS এবং C-VOTER এই দুই সংস্থা যৌথভাবে একটি সমীক্ষা করেছিল। যার ফলাফল রীতিমতো চমকপ্রদ। দেশে মুখ্যমন্ত্রীদের নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে নবীন পট্টনায়েক এবং অরবিন্দ কেজরিওয়ালদেরও ছাপিয়ে গিয়েছেন বাঘেল। চমকপ্রদভাবে এই তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন উত্তরাখণ্ডের সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।IANS-CVoter-এর সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ের মাত্র ৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী পদে বদল চান। বাকিরা বাঘেলকেই মুখ্যমন্ত্রী পদে বহাল দেখতে চান। এর মধ্যে ৩৬.৬ শতাংশ মানুষ সরকারের কাজে সন্তুষ্ট নন, কিন্তু সরকারে বদল চান না। সমীক্ষা বলছে, ছত্তিশগড়ের ৪৪.৭ শতাংশ মানুষ কেন্দ্রের কাজে অসন্তুষ্ট। এই সমীক্ষা ভূপেশ বাঘেলকে স্বস্তি দেবে। কারণ, বেশ কিছুদিন ধরে ছত্তিশগড়ে গদি বদল হওয়ার যে জল্পনা শোনা যাচ্ছিল এই সমীক্ষার পর তা কার্যত উবে যাবে বলেই মনে করা হচ্ছে। বাঘেলের পর জনপ্রিয়তায় দু’ নম্বরে উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর সরকারে বদল চাইছেন মাত্র ১০.১ শতাংশ মানুষ। উত্তরপ্রদেশে যোগী সরকারের উপর অসন্তুষ্ট প্রায় ২৮.১ শতাংশ রাজ্যবাসী। এরা সকলেই সরকারে বদল চাইছেন। যদিও, বিজেপিকে স্বস্তি দিয়ে ৪০ শতাংশের বেশি মানুষ এখনও উত্তরপ্রদেশে যোগীকেই চাইছেন।
 


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসুত্রঃ ইন্টারনেট

১৯শে অক্টোবর ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.