Type Here to Get Search Results !

ঋষিকেশে মোদির অকপটে স্বীকার 'কোনওদিন ভাবিনি দেশের প্রধানমন্ত্রী হব'

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বৃহস্পতিবার ঋষিকেশের এইমসে ৩৫টি অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর অকপটে স্বীকার করলেন একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, এমনটা তিনি স্বপ্নেও কোনওদিন দেখেননি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ”দুই দশক আগে প্রশাসক হিসেবে আমার যাত্রা শুরু হয়। ২০০১ সালে আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। পরে মানুষের সমর্থনে প্রধানমন্ত্রী হই। কিন্তু আমি কোনওদিনই স্বপ্ন দেখিনি একদিন প্রধানমন্ত্রী হব। ঋষিকেশ থেকেই আমি জনসেবায় ২১ বছরে পদার্পণ করলাম।” এদিন মোদির ভাষণে উঠে আসে করোনা যুদ্ধে দেশের দক্ষতার কথা। তিনি বলেন, ”এত অল্প সময়ে কীভাবে এই পদক্ষেপ করা যায় তা ভারত দেখিয়ে দিয়েছে। একটি টেস্টিং ল্যাব থেকে ৩ হাজার টেস্টিং ল্যাব এবং মাস্ক ও কিট আমদানিকারী থেকে দ্রুত রপ্তানিকারী হয়ে উঠেছে দেশ। সেই সঙ্গে কোউইন প্ল্যাটফর্ম তৈরি করে কীভাবে বিপুল পরিমাণে টিকাকরণ করা সম্ভব সেই পথও তুলে ধরা হয়েছে।” এদিকে আগেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের ঋষিকেশকেই যে সারা দেশে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের জন্য বেছে নিয়েছেন, সেজন্য তাঁরা কৃতজ্ঞ। এদিন তিনিও উপস্থিত ছিলেন মঞ্চে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।


আরশিকথা দেশ-বিদেশ

৭ই অক্টোবর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.