আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দলবিরোধী মন্তব্যের জেরে বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে বাদ বরুণ-মানেকা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    কখনও আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি তো কখনও আবার লখিমপুর খেরির ঘটনার লাগাতার প্রতিবাদ জানিয়ে গিয়েছেন তিনি। লাগাতার দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এবার দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি বা জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়লেন উত্তরপ্রদেশের পিলভিটের সাংসদ বরুণ গান্ধী। কমিটি থেকে বাদ পড়লেন সাংসদের মা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীও।  ২০১৯ সালের লোকসভা ভোটের আগেই বরুণ গান্ধীর দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছিল, কংগ্রেসে ফিরতে পারেন তিনি। কিন্তু সেই জল্পনা সত্যি হয়নি। সেই সময় বরুণের লোকসভা আসনও বদলে দেওয়া হয়। সুলতানপুরের বদলে পিলভিট থেকে ভোটে লড়াই করেন তিনি। জয়ও পেয়েছিলেন। সাম্প্রতিক একাধিকবার ‘বেসুরো’ হয়েছে বরুণ।

    কৃষিবিল নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। বিল প্রত্যাহার করতে রাজি নয় মোদি সরকারও। এই আন্দোলন নিয়ে বারবার চাষিদের পাশে দাঁড়িয়েছেন বরুণ। এমনকী, উত্তরপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে চাপা পড়ে প্রাণ হারানোর তীব্র নিন্দা করেছেন বরুণ। এমনকী, গোটা ঘটনার ভিডিও পোস্ট করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এই বিজেপি সাংসদ। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি থেকে বিজেপি তাঁকে সরিয়ে দিয়ে এই ‘অবাধ্যতা’র শাস্তি দিল বলে মনেই করছে বলে ওয়াকিবহাল মহল। মানেকা গান্ধীর সঙ্গেও দলের বনিবনা হচ্ছে না বলেই খবর। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৭ই অক্টোবর ২০২১

     

    3/related/default