আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ কোন অঞ্চলের উন্নয়নের অন্যতম মাপকাঠি : মুখ্যমন্ত্রী , ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ কোন অঞ্চলের উন্নয়নের অন্যতম মাপকাঠি। রাজ্যের জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় ও পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। রবিবার ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সবুজ পতাকা নেড়ে অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবার সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের অন্তিমব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন ও আধুনিকতার সাথে এক নতুন দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা। উন্নয়নের নিরিখে বিগত দিনের সঙ্গে তুলনা টানলেই এর মূল্যায়ন করা সম্ভব। প্রতিটি অংশের সার্বিক কল্যাণের সুফল পাচ্ছেন রাজ্যের সমস্ত অংশের মানুষ। এদিকে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, রাজ্যের মানুষের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা স্বরূপ বিভিন্ন অংশে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। এরই অঙ্গ হিসেবে ফটিকরায় অঞ্চলের মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে ও স্থানীয় বিধায়ক এর আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে কাঞ্চনবাড়িতে অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা কেন্দ্র সূচনা করা সম্ভব হয়েছে। আগামী দিনে এই কেন্দ্রটির আরো পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিষেবা প্রসারে দপ্তর সদর্থক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করবে বলে জানান তিনি।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ৩রা অক্টোবর ২০২১
     

    3/related/default