কাঞ্চনপুর রেভিনিউ ডাকবাংলোয় রবিবার উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক জলজীবন মিশনের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াং, এমডিসি শৈলেন্দ্র নাথ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব কিরণ গীত্যে, পানীয় জল ও স্বাস্থ্য অধিদপ্তরের মুখ্য বাস্তুকার রাজিব দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলা অতিরিক্ত জেলা শাসক ধনবাবু রিয়াংসহ অন্যান্যরা। সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী উত্তর ত্রিপুরা জেলার জলজীবন মিশনের কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ২০১৯ সালে জলজীবন মিশনের সূচনা করেছিলেন। রাজ্যে ২০২২ সালে ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মিশন মুডে মিশনের কাজ চলছে। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, রাজ্যে এখন পর্যন্ত এই মিশনে ৩৫ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট বাড়িগুলোতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ আগামী ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। এই কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধি এবং দপ্তরের আধিকারিকগণের সম্মিলিতভাবে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে।
মন্ত্রী বলেন, বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজে গুণগত মান বজায় রাখতে হবে। কাজের গুণগত মান নিয়ে কোন আপোস করা হবে না। পর্যালোচনা সভার পর দশদাস্থিত নবনির্মিত ০.৩০ এমজিডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঘুরে দেখেন পানীয় জল ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩রা অক্টোবর ২০২১