সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা এবং শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ঊনকোটি জেলার জেলাশাসক এক আদেশে মঙ্গলবার থেকে ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সিআরপিসি ১৪৪ ধারায় এই বিধিনিষেধ সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই বিধিনিষেধ আগামী ২৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে। জেলাশাসক এই আদেশে জানিয়েছেন, উল্লিখিত এলাকায় এক জায়গায় পাঁচ জনের বেশী ব্যক্তি সমবেত হতে পারবেননা। কোন ব্যক্তি তীর-ধনুক, লাঠি, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, লোহার রড, ছুরি, আগ্নেআস্ত্র, বিস্ফোরক ইত্যাদি বহন করতে পারবেনা। আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত পুলিশ, টিএসআর, বিএসএফ, আসাম রাইফেলস, জেলা প্রশাসন এবং আইন প্রণয়নকারী সংস্থার উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, এখনই চিকিৎসা প্রয়োজন এমন রোগী এবং জীবনদায়ী ঔষধ কেনার জন্য কোন ব্যক্তির চলাচলের ক্ষেত্রে জেলাশাসকের জারি করা বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৭শে অক্টোবর ২০২১