বিদ্যালয় পরিদর্শক ফোরামের উদ্যোগে রক্তদান শিবিরঃ ত্রিপুরা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বিদ্যালয় পরিদর্শক ফোরামের উদ্যোগে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আনন্দনগর বি আর আম্বেদকর ইংরেজি মাধ্যম স্কুলে রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল।

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ফোরামের সভাপতি উত্তম কুমার দত্ত। স্বাগত ভাষণ রাখেন সম্পাদক অভিজিৎ সমাজপতি।
উদ্বোধকের ভাষণে মন্ত্রী রামপ্রসাদ পাল ফোরামের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।
তিনি বলেন,দপ্তরের গুরুত্বপূর্ণ সমস্ত কাজকর্ম তারা তৃণমূল স্তর থেকে অক্লান্ত পরিশ্রম করে রূপায়ন করছেন। পাশাপাশি এত বিশাল কাজের ফাঁকে সামাজিক দায়িত্ব পালনেও তারা নিজেদের যেভাবে নিয়োজিত করেছেন তা প্রশংসনীয়।
শিবিরে মোট ৩৯ জন রক্তদান করেন। উল্লেখ্য, কিছুদিন আগে এই ফোরামের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষণ সামগ্রী, স্বাস্থ্যকর পানীয় ইত্যাদি প্রদান করা হয়। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এই ফোরাম নিজেদের নিয়োজিত রাখে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৭ই অক্টোবর ২০২১
 

3/related/default