আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাবণের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মহালয়ার ঠিক আগের রাতে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তথা প্রাক্তন সাংসদ অরবিন্দ ত্রিবেদী। তিনি হিন্দি টেলিভিশন জগতের দর্শকদের কাছে রাবণ হিসেবেই বেশি পরিচিত। তাঁর প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটি থিয়েটার দিয়ে অভিনয়ে হাতে খড়ি অরবিন্দ ত্রিবেদীর। এরপর রামানন্দ সাগরের অতি জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকেই ঘরে ঘরে ছড়িয়ে পড়ে তাঁর নাম। রামায়ণের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘বিক্রম অউর বেতাল’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হিন্দি ও গুজরাটি মিলিয়ে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পা রাখেন রাজনৈতিক জগতেও। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ছিলেন বিজেপি সাংসদ। গত বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ৮২ বছরের অভিনেতা। আজ, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। এদিকে টুইটারে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লেখেন, “আমরা শ্রী অরবিন্দ ত্রিবেদীকে হারালাম। তিনি শুধু ভাল অভিনেতাই ছিলেন না, রাজনৈতিক নেতা হিসেবে মানুষের পাশেও দাঁড়িয়েছেন। রামায়ণ সিরিয়ালে তাঁর অভিনয় তাঁকে যুগযুগান্ত ধরে স্মরণীয় করে রাখবে। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের সহানুভূতি জানাই।”


    আরশিকথা দেশ-বিদেশ

    ৬ই অক্টোবর ২০২১
     

    3/related/default