আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    থিম *** - মন্দিরা লস্কর, ত্রিপুরা

    আরশি কথা


     থিম ***


    শরৎকালীন গল্পটা ধারাবাহিক হয়নি কখনো। কাউন্টডাউন, আগমনী, প্রস্তুতি সব মিলিয়ে একটা শর্ট ফিল্ম। সব একই থাকে শুধু থিম বদলায়। হিজিবিজি শহর ছাপিয়ে মাথা তুলছে উৎসব। ফিনফিনে রঙীন কাপড়ে ঢেকে যাচ্ছে খিটখিটে চারদেওয়াল। থিতিয়ে পড়ছে গতি। কোনো থিমে, পাটভাঙা জামদানির ভাঁজে ভাঁজে লিখে যায় হলুদ পাঞ্জাবীর গল্প। কিংবা অষ্টমীর সকাল অপেক্ষার শুষ্ক একজোড়া চোখ রেখে যায় পিঠে ছড়ানো ভেজা চুলে। অন্য থিমে ঝা চকচকে স্মার্ট পূজো। বাড়ি থেকে শপিং মল, আবার শপিংমল থেকে বাড়ি বেশ কয়েক বছর এই রাস্তা ধরেই পূজো আসে পূজো যায়। অলি গলি পথে অনেকটা শর্টকাট। শরৎকালীন গল্পটা আজকাল কমার্শিয়াল ব্রেক। 'ফিরে আসছি একটা বিজ্ঞাপন বিরতির পর'।


    - মন্দিরা লস্কর, ত্রিপুরা


    ১১ই অক্টোবর ২০২১