শরৎকাল এসে চলে গেলো,
সপুষ্প শিউলিগাছ কথা রাখেনি,
কমলকান্তারবন আমার হাতে তুলে দিল কিন্নরস্পৃহাকাল,
মৌমাছির গুনগুন কবলিত হাইওয়ে,
সুকুমার গাভীশিশুর মতো ভ্রমণছায়া...
পৌঁছুনোর আগেই সেই নির্মম ঠাট্টা,
আমি যে কেঁদেছিলাম,
এই দৃশ্য দেখতে চায়নি শাল বন, গর্জন বৃক্ষ আর সবুজ হরিয়াল পাখি,
চোখ বন্ধ করে সেই সময়টুকু তারা বৃষ্টির সুর শুনেছে,
বলেছি বার বার একটু দেখো...দেখো!
অথচ পাহাড় গড়িয়ে জল নামার সময়
পাখি আর গাছ খুঁজেছে চূর্ণ ফল পাতা, যে বিন্দু রক্তিম হলো, জলস্তম্ভের সম্রাট তাতে সন্ধি ও সম্মান রাখেনি, হয়তো ইচ্ছে হয়নি বলেই রাখেনি, তবু রক্তপ্রবাল খুব সুন্দর হয়,
গভীর সমুদ্র থেকে চলে আসে মুঠোতে,
ঠিকানাও ভুলে যায়,
একইসময়ে কত রাজা বদলে যায় পৃথিবীময় ...
- চিরশ্রী দেবনাথ, ত্রিপুরা
১১ই অক্টোবর ২০২১