রাজ্যের প্রতিভাবান মৃৎশিল্পী শংকর পালের কাছ থেকে একটি বিশেষ প্রদীপ উপহার পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্তোষ প্রকাশ করেন। এই বিশেষ প্রদীপটি একটানা ২৪ ঘন্টা জ্বলতে সক্ষম। মঙ্গলবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে মৃৎশিল্পী শংকর পাল মুখ্যমন্ত্রীর হাতে এই বিশেষ প্রদীপটি তুলে দেন। মৃৎশিল্পী শংকর পালের কাছ থেকে এই বিশেষ উপহার পেয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অনুরোধ করেছেন দীপাবলিতে এই বিশেষ প্রদীপ জ্বালাতে। এতে প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের উদ্যোগ যেমন বাস্তবায়িত হবে তেমনি রাজ্যও আত্মনির্ভর হয়ে উঠবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২রা নভেম্বর ২০২১