আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খুব শীঘ্রই বাজারে আসছে ‘মেড ইন ইন্ডিয়া’ কোভিডের অ্যান্টিভাইরাল পিল

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    আগামী দু-এক দিনের মধ্যেই আপাৎকালীন ব্যবহারের অনুমতি পেতে চলেছে ভারতে তৈরি কোভিড পিল ‘মলনুপিরাভির’। এ কথা জানান কোভিড স্ট্র্যাটেজি গ্রুপের চেয়ারম্যান ড. রাম বিশ্বকর্মা। তিনি জানান, ‘মলনুপিরাভির’ নামের এই অ্যান্টিভাইরাল ওষুধ প্রাপ্তবয়স্কদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। যা কোভিড আক্রান্ত সংকটজনক রোগীদের প্রাণ বাঁচাতে সক্ষম। অন্য সংস্থা ফাইজারের পিল ‘প্যাক্সলোভিডে’র আপাৎকালীন ব্যবহারের অনুমতি আরও কয়েকদিন পরে মিলবে বলে জানা গিয়েছে। ড. রাম বিশ্বকর্মার মতে, এই দুটি ওষুধ বাজারে এলে কোভিড পরবর্তী পৃথিবীর চেহারা অনেকটাই বদলে যাবে। তাঁর দাবি, ভবিষ্যতে টিকাকরণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ওষুধগুলির সঠিক ব্যবহার। ড. রাম বিশ্বকর্মা বলেন, “এই দুটি পিল ভয়ংকর কোভিড-১৯ ভাইরাসের কফিনে শেষ পেরেক পুঁতবে। ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ ‘মলনুপিরাভি’র আমাদের হাতে রয়েছে। অনুমতি মিললেই ব্যবহার করা যাবে। এই মুহূর্তে ভারতের মোট পাঁচটি কোম্পানি এই ওষুধ নিয়মিত উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। আমার মনে হয়, যে কোনও দিন মলনুপিরাভির ব্যবহারের অনুমতি মিলতে পারে।”


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ১১ই নভেম্বর ২০২১
     

    3/related/default