আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ছট পূজায় অংশ নিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    সূর্যোপাসনার মাঙ্গলিক উৎসব হল ছট পূজা। শক্তির প্রতীক সূর্যের শুভ আলোকে প্রাত্যহিক সমস্যাজীর্ণ আধার মুছে শুভ আলোকে উদ্ভাসিত হয় আমাদের জীবন।

    বুধবার খেঁজুরবাগানস্থিত রাণীরপুকুরে আয়োজিত ছট পূজায় অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নারীরা সর্বদাই পরিবারের কল্যাণে নিবেদিত।





    এই শূণ্য দিনে সূর্যোপাসনার মাধ্যমে পরিবারের সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলকামনা করে থাকেন মহিলারা। ছট পূজা উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
    এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. দিলীপ দাস, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নিতি দেব প্রমুখ।
    এদিন প্রথমেই সস্ত্রীক মুখ্যমন্ত্রী সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১০ই নভেম্বর ২০২১
     

    3/related/default