দীপাবলি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের চিরন্তন ঐতিহ্যের প্রতীক আলোর উৎসব দীপাবলি। দীপাবলির আলোকশিখা জীবনের সমস্ত গ্লানিকে দূর করে আলোকিত করে তুলুক এটাই আমাদের প্রার্থনা। সার্বিক টিকাকরণ ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে রাজ্যে কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করা সম্ভব হলেও নিজেদের স্বার্থে আমাদের সকলের উচিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা। বিশেষ করে ভিড় এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা ও কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও আবশ্যক।আলোর উৎসবে আমাদের প্রার্থনা এই সংকটকাল মুছে যাক। আত্মনির্ভরতায় এবং উন্নয়নের জয়যাত্রায় আমরা এগিয়ে যেতে চাই। দীপাবলির আলোকশিখা ঘরে ঘরে প্রজ্জ্বলিত হোক সুখ সমৃদ্ধির কামনায়। মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের আশীর্বাদে রাজ্যবাসী যাতে আনন্দ ও সুস্থতায় একসাথে মিলে মিশে থাকতে পারি দীপাবলি উৎসবে আমি সেই প্রার্থনাই জানাচ্ছি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২রা নভেম্বর ২০২১