তড়িঘড়ি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিল পুলিশ। এ ব্যাপারে সোমবার পুলিশ জানায়, তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনে ট্যাক্সি চালক জানান, এদিন দুপুরে তাঁর কাছে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুকেশ আম্বানির বাসভবনের খোঁজ করে। তাদের হাতে একটা বড় ব্যাগ ছিল। আচরণও ছিল সন্দেহজনক। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে খবর দেন ওই ট্যাক্সি চালক। এর পরই ‘অ্যান্টিলা’য় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। বাড়ির চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ২০টি জিলেটিন স্টিক পাওয়া যায়। ওই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য। ওই ঘটনায় নাম জড়ায় পুলিশ অফিসার শচীন ওয়াজের নাম। তারপর মে মাসে তাঁকে বরখাস্ত করে মুম্বই পুলিশ।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
৮ই নভেম্বর ২০২১