Type Here to Get Search Results !

ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর এমনিতেই তার নয়নাভিরাম সৌন্দর্য্যের জন্য জগত বিখ্যাত। এবার ইউনেস্কোর  সৃজনশীল শহরের তালিকাতেও নাম তুলল এই শহর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, এই শহরের ঐতিহ্যশালী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। মোট ৯০টি দেশের ২৪৬টি শহরের মধ্যে থেকে ৪৬টি শহরকে সৃজনশীল শহরের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। এইসব শহরের সৃজনশীল অবদান, যেমন সাহিত্য, সিনেমা, চিত্রশিল্প, কারুশিল্প, লোকশিল্প ইত্যাদিকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যেই ভারতের একমাত্র শহর হিসেবে সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ইউনেস্কোর মহাসচিব আউড্রি আজুলি বলেছেন, ‘শ্রীনগর এই খেতাব পেয়েছে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে তার ধারাবাহিক অবদানের জন্য।’ তিনি আরও জানিয়েছেন, ‘নতুন আর্বান মডেলকে উৎসাহ দিতেই এই খেতাবের পরিকল্পনা নিয়েছে ইউনেস্কো। যে আর্বান মডেলে একটি শহরের শিল্প, সংস্কৃতি, মেধা ও মননের চর্চা ও সেই মতো শহর উন্নয়নের পরিকল্পনা গুরুত্ব পাবে।’ শ্রীনগর সৃজনশীল শহরের খেতাব পাওয়ার পর জম্মু-কাশ্মীরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে জানিয়েছেন, ‘আমি খুবই আনন্দিত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য। শ্রীনগরকে ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় স্থান পেতে দেখে গর্ববোধ হচ্ছে। এই শহরের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির জন্যই এটা সম্ভব হয়েছে। অভিনন্দন জানাই জম্মু ও কাশ্মীরের সমস্ত মানুষকে।’


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

৯ই নভেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. অনেক কিছু জানার সুযোগ মেলে,সঙ্গে ছবি গুলি ও পড়ার আগ্রহ বাড়িয়ে তুলছে দিন দিন

    উত্তরমুছুন