বয়স ৬০ বছর হলেও শরীর যে এখনও যথেষ্ট শক্তসামর্থ তার প্রমাণ মিলল। গোবর্ধন পুজো উপলক্ষে শরীরে চাবুকের মার সহ্য করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। নিজেই সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী পাগড়ি ও পোশাক করে রাজ্যের দুর্গ জেলার এক গ্রামে গোবর্ধন পুজোর মণ্ডপে উপস্থিত রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। নিজের ডান হাতটি সামনের দিকে তুলে রেখেছেন তিনি। আর সেই হাতে চাবুক দিয়ে আঘাত করে চলেছেন এক ব্যক্তি। পরপর ঘা খেয়েও প্রায় নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ভূপেশ। তাঁর এই নির্লিপ্তি দেখে বিস্মিত নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে ভূপেশ লিখেছেন, ”রাজ্যের মঙ্গল কামনা ও সৌভাগ্যের জন্য আজ জাঞ্জগিরিতে সোটার আঘাত সহ্য করার প্রথা পালন করেছি। সমস্ত বাধার নাশ হোক।” প্রসঙ্গত, ‘সোটা’ হল কুশ নির্মিত এক ধরনের চাবুক। বিশ্বাস, এই চাবুকের মার শরীরে ধারণ করলে মনষ্কামনা পূর্ণ হয়।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
৫ই নভেম্বর ২০২১