আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীপাবলিতে দূষণের কবলে রাজধানী ‘বিপজ্জনক’ পরিস্থিতিতে বায়ুর মান

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    দীপাবলির কারণে বৃহস্পতিবার বিকেল থেকে রাজধানী দিল্লির বাতাসের গুণমান খারাপ হতে শুরু করে। রাতে বিপজ্জনক অবস্থা পৌঁছে যায় বাতাসের গুণমান। শুক্রবার সকালেও পরিস্থিতি বদলায়নি।গোটা বছরই দিল্লির বাতাসের গুণমান থাকে পড়তির দিকে। রাজধানীর মানুষের নিশ্বাসে মেশে বিষ। কিন্তু গত মাসে একটানা প্রবল বৃষ্টিতে দূষণের মাত্র খানিকটা কমে। বিশেষজ্ঞরা বলছেন, গত চার বছরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নিয়েছে দিল্লিবাসী। কিন্তু দীপাবলির সপ্তাহের শুরু থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। বৃহস্পতিবার সন্ধের পর পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়। এদিন সকালেই নয়ডার বায়ুর গুনমান সূচক ৫০০ ছাড়িয়ে যায়। নয়ডায় ছিল ৫২৬। পুসা রোড সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান সূচক ছিল ৫০৫। আকাশের রঙ হয়েছিল ধূসর। শুক্রবার সকালে জনপথের বাতাসের গুণমান ছিল ৬৫৫.০৭।  ফরিদাবাদে ৪২৪, গাজিয়াবাদ ৪৪২, গুরগাঁওয়ে ৪২৩। এবার আতশবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজি বিক্রি হতে দেখা গিয়েছিল। সেই বাজি পোড়ানোর জেরেই পরিস্থিতির অবনতি হয়। বায়ুর মান পৌঁছে যায় ‘বিপজ্জনক’ পরিস্থিতিতে।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ৫ই নভেম্বর ২০২১
     

    3/related/default