ব্যবসার শ্রীবৃদ্ধি হয়েছে, দাবি ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনেরঃ আগরতলা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্যবসা কেমন হবে তা নিয়ে একটা শংকা ছিল ছোট-বড় সমস্ত ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু মুখ্যমন্ত্রীর এক প্রশংসনীয় পদক্ষেপে রাজ্যের সমস্ত অংশের ব্যবসায়ীদের ব্যবসা খুব ভালো হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনগুলি বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একযোগে তা স্বীকার করে। মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য যে কুড়ি হাজার টাকা এডভান্স ঘোষণা করেছেন তাতে টাকা বাজারে এসেছে। ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। এদিন নেতাজি রোডস্থিত বাণিজ্য ভবনে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্টস এসোসিয়েশন, অল ত্রিপুরা টেক্সটাইলস এন্ড রেডিমেড গার্মেন্টস মার্চেন্টস এসোসিয়েশন, মহারাজগঞ্জ বাজার কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতি ও ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন। সবক'টি সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৩রা নভেম্বর ২০২১
 

3/related/default