বলা যেতে পারে কৌশলী চাল। আগে থেকে কোনরকম সাংবাদিক সম্মেলন করা হয়নি। কিংবা ঢাকঢোল পিটিয়ে প্রচারও করা হয়নি। শুধু বলা হয়েছিল যথাসময়েই মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। হলোও তাই।
বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আগরতলা পুর পরিষদের ৫১টি ওয়ার্ডেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। এদিন বনমালীপুরের দলের অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থীদের নিয়ে মিছিল বের হয়।ছিলেন তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, সংসদ সুস্মিতা দেবসহ অন্যান্য কর্মকর্তারা। মিছিলে ব্যাপক সংখ্যক কর্মী সর্মথকরা অংশ নেয়। সুবল ভৌমিক আশা ব্যক্ত করেন পুর নিগমসহ প্রতিটি পুরসভা এবং নগর পঞ্চায়েত যেখানে তৃণমূলের প্রার্থীরা আছেন তাদেরকে বিপুল ভোটে জয়ী করবেন ভোটাররা। বিজেপি কোন প্রতিশ্রুতি রাখেনি।তাই বিকল্প হিসেবে মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নেবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি জানান, দলনেত্রী মমতা ব্যানার্জি প্রতি সবার আস্থা রয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩রা নভেম্বর ২০২১