আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিরসা মুন্ডার জন্মদিনে পালন করা হবে ‘জনজাতীয় গৌরব দিবস’, ঘোষণা কেন্দ্রের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    এবার থেকে ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবসটিকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে দেশে। এই বিষয়ে এদিনই সরকারি ভাবে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রনালয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ‘জনজাতীয় গৌরব দিবস’-এর কথা ঘোষণা করেন। তিনি বলেন, “১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর, এই এক সপ্তাহ ধরে দেশজুড়ে বিরসা মুন্ডার জন্মদিবস তথা ‘জনজাতীয় গৌরব দিবস’ পালিত হবে। এই সময় আদিবাসীদের গৌরবময় ইতিহাসকে স্মরণ করা হবে। এইসঙ্গে উদযাপন করা হবে ভারতের আদিবাসী তথা জনজাতির ঐতিহ্যশালী সংস্কৃতিকেও।” উনিশ শতকের ব্রিটিশ ভারতে জন্ম হয়েছিল বিরসা মুন্ডার। তিনি ছিলেন মুন্ডা জনজাতির গরিমাময় ব্যক্তিত্ব। বিরসা মুন্ডার জন্ম হয় ১৮৭৫ সালের ১৫ নভেম্বরে। বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি সমাজ সংস্কারের কাজেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কালে কালে মুন্ডা জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে তিনি বিরসা ভগবান হয়ে ওঠেন।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ১০ই নভেম্বর ২০২১
     

    3/related/default