আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিভিন্ন কলেজে এবছর ২৪ হাজার ৫৮৪ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে : শিক্ষামন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যে এবছর মোট ২৪ হাজার ৫৮৪ জন ছাত্র-ছাত্রী রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, যা সংখ্যার নিরীখে বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতললাল নাথ এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল ১৮ হাজার ৩২৪ জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল ১৮ হাজার ৭০০ জন এবং এবছর ভর্তি হয়েছে ২৪ হাজার ৫৮৪ জন। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকার টার্ম ওয়ান এবং টার্ম টু এই দুইটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    তিনি জানান, টার্ম ওয়ান-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর ২০২১ থেকে ৭ জানুয়ারী ২০২২ এবং টার্ম ওয়ান-এ মাধ্যমিক পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর ২০২১ থেকে ২৯ ডিসেম্বর ২০২১। তিনি জানান মোট সিলেবাসের ৩০ শতাংশ ইতিমধ্যে কমানো হয়েছে। অবশিষ্ট ৭ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ সিলেবাসের পরীক্ষা টার্ম ওয়ান-এ নেওয়া হবে।
    করোনা পরিস্থিতির সার্বিক বিবেচনা করে আগামী এপ্রিল মাসে টার্ম টু পরীক্ষা নেওয়া হবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১০ই নভেম্বর ২০২১
     

    3/related/default