Type Here to Get Search Results !

হড়পা বানে ভেসে গেলেন ৩০ পুণ্যার্থী, মৃত ৩

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


একদিকে নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণের একাধিক রাজ্য। তার মধ্যে শুক্রবার হড়পা বানে কারাপ্পা  জেলার বহু মানুষ ভেসে গেল। শুক্রবার উপনদী ছেয়েরুর হড়পা বানে মৃত্যু হল ৩ জনের। জলের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছেন কম করে ৩০ জন। জলে ডুবে গিয়েছে নান্দালুরুর স্বামী আনন্দ মন্দিরটি। সব মিলিয়ে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ । কার্তিক পূর্ণিমা উপলক্ষে ছেয়েরু উপনদীর তীরে নন্দালুরুর শিব মন্দিরে এসেছিলেন অসংখ্য পুণ্যার্থী। আচমকাই তাঁরা নদীর ভয়ঙ্কর হড়পা বানের মুখে পড়েন। উদ্ধার করা হয় ৩টি নিথর দেহ। ভেসে যাওয়া পুণ্যার্থীদের খোঁজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবারের হড়পা বানে মন্দিরে যাতায়াতের চারটি প্রধান রাস্তাই প্লাবিত হয়েছে। হড়পা বানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, অসহায় অবস্থায় কান্নাকাটি করছেন বিপন্নরা। পুণ্যার্থীরা নিজেদের বাঁচাতে উঁচু জায়গায় ওঠার চেষ্টা করছেন প্রাণপনে। যদিও ভীষণ জলের তোড়ের মুখে পড়ে নিজেদের সামলাতে পারছেন না। জানা গিয়েছে হড়পা বানে থুরুমালা পাহাড়ের বহু গাছ উপড়ে গিয়েছে। থুরুমালার সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির জেলা হল এই কারাপ্পা। জেলার পেনে নদীর উপনদী ছেয়েরুতে বাঁধ তৈরি করা হয়েছিল আন্নামায়া সেচ প্রকল্পের জন্যে। বিশেষজ্ঞদের বক্তব্য, সেই বাঁধের নির্মাণগত ত্রুটি ছিল। তার ফলেই হড়পা বানে এতবড় ক্ষতি হয়ে গেল। মৃত্যুর ঘটনাও ঘটল।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

১৯শে নভেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.