রবিবার রাজধানীর রবীন্দ্রভবনের সামনে জনসভায় বক্তব্য রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার ত্রিপুরার মাটিতে জনসভা করতে এসেই বিপ্লব দেব সরকারকে উৎখাত করার ডাক দিলেন অভিষেক। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনওভাবেই ত্রিপুরায় বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল । এটা কংগ্রেস বা সিপিএম না। দলটার নাম তৃণমূল। যত কাটবেন তত বাড়বে। যত আঘাত করবেন, আমাদের কর্মীদের মনোবল তত বাড়বে। বক্তব্যের শুরু থেকেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কার্যত বিঁধলেন তিনি। বিপ্লব দেব সরকারকে চ্যালেঞ্জের সুরে তাঁর বক্তব্য, আজ খুঁটিপুজো হল, তেইশে বিসর্জন। উল্লেখ্য, জনসভার অনুমতি নিয়ে পুলিশের টালবাহানা, স্থান পরিবর্তন, আদালতের দ্বারস্থ হওয়া, শর্তসাপেক্ষে আদালতের অনুমতির পর শেষ পর্যন্ত রবিবার শান্তিপূর্ণভাবেই জনসমাবেশ সম্পন্ন হয় তৃণমূলের।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩১শে অক্টোবর ২০২১