"লৌহ মানব প্যাটেল"
---------------------------
প্যাটেল দৃঢ়চেতা,পন্ডিত ব্যক্তি
এক জাতীয়তাবাদী নেতা,
ভারতের লৌহ মানবে পরিচিত
তিনি পরম স্বাধীনচেতা ।
বহু আন্দোলন-সংগ্রামে সামিল
হন স্বাধীনতার স্বার্থে,
গ্রেপ্তার হন লবণ আন্দোলনে
সংগ্রামী গান্ধীজীর সাথে।
স্বাধীনোত্তর ভারতকে অহিংস
উপায়ে লক্ষ্য একত্রীকরণ,
প্যাটেলের স্বপ্ন অখন্ড ভারত গঠন,
রাষ্ট্রের একতা সুদৃঢ়করণ ।
আইনজীবী হিসেবে তিনি প্রথমে
ভারতে হন প্রতিষ্ঠিত ,
পরে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী
পদে হলেন অধিষ্ঠিত ।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের
ঐক্য,সংহতি,সংগঠনে দৃঢ়তা
ভারতবাসী হৃদয়ে, মর্মে রয়েছে যে
উপলব্ধিতেও গাঁথা।
প্রাণপুরুষ,কৃষক নেতা বল্লভ ভাই
'প্যাটেল' নামে বেশি পরিচিত,
উনার আদর্শে শ্রেষ্ঠ ভারত গড়ার
গতিকে করেছে সঞ্চারিত ।
একত্রিশে অক্টোবর ঐ দিনটি যে
উনার শুভ জন্মদিন ,
"রাষ্ট্রীয় একতা দিবস" হিসেবে চিহ্নিত
পালিত সর্বত্র সর্বাঙ্গীণ।
- দীপক রঞ্জন কর, ত্রিপুরা
আরশিকথা সাহিত্য বিভাগ
৩১শে অক্টোবর ২০২১