হোমসাহিত্য-সংস্কৃতিচন্দ্রকথা" ...... মুনমুন দেব, ত্রিপুরা সাহিত্য-সংস্কৃতি চন্দ্রকথা" ...... মুনমুন দেব, ত্রিপুরা আরশি কথা নভেম্বর ১৩, ২০২১ 0 চন্দ্রকথা" ফিজিক্সের ফ্রেম ছেড়ে উলটে গেছে দেয়াল ছবি রুবিকের ভেতর এলোমেলো বাক্স-রঙ বাক্সের গায়ে খামহীন চিঠি হিজিবিজি লেখায় মরা ঘাস-লতা-পাতা সম্ভাব্য আগ্নেয়গিরির জ্বালামুখে সদ্য লেগে থাকা জুতোর দাগ পিচ্ছিল মেঝের উপর প্রতারক নিয়নের আলো নীল জ্যোৎস্নায় ফেকাশে জলের ফোঁটা ঠুসে দেওয়া কলঙ্ক নিয়ে রোজ ঘুমিয়ে পড়ে চাঁদ- মুনমুন দেব, ত্রিপুরা১৩ই নভেম্বর ২০২১ Tags সাহিত্য-সংস্কৃতি নবীনতর পূর্বতন