শনিবার বিকেলে কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে খতম হল এক জঙ্গি। জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ের সময়ই ওই জেহাদির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে স্কুলপড়ুয়ারাও। এখনও এলাকায় সেনা তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কুলগামের আশমুজি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে খবর এসেছিল সেনার কাছে। এরপরই সেখানে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। অপারেশন শুরুর পরেই আচমকা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা। এরপরই এক জঙ্গি মারা যায় গুলিতে। ঘটনাস্থলে আটকে পড়া ৬০ জনকে সরিয়ে নিয়ে যাওয়ার পরও তল্লাশি চালানো হচ্ছে। এলাকা ঘিরে রেখে রেখেছে জওয়ানরা।উল্লেখ্য, গত সপ্তাহে কুলগামেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় প্রভাবশালী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কম্যান্ডার। হিজবুলের আরও এক জেহাদিও নিকেশ হয় সেই অভিযানে।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
২০শে নভেম্বর ২০২১