স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগের দাবিতে আওয়াজ তুলেছে বেকার ফিজিওথেরাপিস্টরা। সোমবার গুর্খাবস্তিস্থিত দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় বেকার ফিজিওথেরাপিস্টদের এক প্রতিনিধি দল। তাদের দাবি রাজ্য সরকার যেন অবিলম্বে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অভিযোগ ২০১৭ সালের পর থেকে আর কোনো ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়নি। রাজ্যে প্রায় ৫০০ জন বেকার ফিজিওথেরাপিস্ট রয়েছেন। এদিন দাবি আদায়ে স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা।তাদের আক্ষেপ সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু ফিজিওথেরাপিস্ট নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে না। তাই বর্তমান রাজ্য সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা ব্যক্ত করেন বেকার ফিজিওথেরাপিস্টরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭শে ডিসেম্বর ২০২১