বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স (ত্রিপুরা চ্যাপ্টার) আখাউড়াস্থিত বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির অফিশিয়ালদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এছাড়াও ল্যান্ড পোর্ট অথরিটির অফিশিয়াল ছাড়াও মো. মোস্তাফিজুর রহমান এসিস্ট্যান্ট ডাইরেক্টর (ট্রাফিক), জাহাজ মন্ত্রক তাদের মতে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ ব্যাপারে বলতে গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক (ত্রিপুরা চ্যাপ্টার) সুজিত রায় বলেন, ভারত ও বাংলাদেশের এই সম্পর্ক দিনে দিনে আরও সুদৃঢ় হবে। এবং ব্যাবসায়িক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবাশিস নন্দী,ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক সুজিত রায়, সহসভাপতি প্রাণ গোপাল সাহা, কোষাধ্যক্ষ অভিজিৎ দেব এবং সদস্য বরুণ রায় ও প্রিয়নাথ সাহা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই ডিসেম্বর ২০২১