ত্রিপুরায় বিজেপি যা করেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাই করে দেখিয়েছে। পুলিশের সামনেই ভোট লুঠ করেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলে আগরতলায় ধিক্কার মিছিল করলো সিপিএমের পশ্চিম জেলা কমিটি। সোমবার বিকেলে দলের পশ্চিম জেলা কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। এতে অংশ নেন পবিত্র কর, শংকর প্রসাদ দত্ত, রূপা গাঙ্গুলীসহ অন্যান্য নেতৃত্বরা। মিছিলটি শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে ভোট লুটকারীদের শাস্তি এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি তোলেন।
পবিত্র কর বলেন, ত্রিপুরায় বিজেপি যা করেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাই করল। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ব্যাপক সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট লুট করা হয়। তিনি এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। ভোট লুঠকারী তৃণমূলীদের শাস্তির দাবি জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে ডিসেম্বর ২০২১