পুর সংস্থান নির্বাচনের পর সোমবার এই প্রথম রাস্তায় নামলো তৃণমূল কংগ্রেস। ১৫ দফা দাবিতে রাজধানী আগরতলায় এক মিছিলের পর সদর মহকুমা শাসক অসীম সাহার কাছে ডেপুটেশন দেয় তৃণমূল। কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত নেতা রাজীব ব্যানার্জি এবং স্থানীয় নেতা সুবল ভৌমিক। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমার পর দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের কাছে দাবিসনদ পেশ করা হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা করা, বেকারদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, লাভজনক সংস্থাগুলির বিক্রি বন্ধ করা এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ।
রাজীব ব্যানার্জি জানান, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী এদিন এই কর্মসূচি পালন করেন তারা। রাজ্যের সবক'টি মহকুমাতেই এদিন মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিনের কর্মসূচিতে বিধায়ক আশিস দাস, পান্না দে, প্রকাশ দাসের মতো নেতৃত্বদেরও দেখা গেছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে ডিসেম্বর ২০২১