ফের টিএসআর বাহিনীর গায়ে কলঙ্কের দাগ। ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীর গুলিতে ঝাঁঝরা দুই টিএসআর জওয়ান। ঘটনা শনিবার সাতসকালে সিপাহীজলা জেলার কোনাবনে ওএনজিসি গ্যাস বটলিং স্টেশনে। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ কোনাবন গ্যাস বটলিং স্টেশনে টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের রাইফেলমেন সুকান্ত দাসের ছোড়া গুলিতে মৃত্যু হয় সুবেদার মার্কা সিংহ জমাতিয়ার। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপরজন নায়েক সুবেদার কিরণ জমাতিয়াও গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করেন। যদিও শেষ রক্ষা হয়নি। তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুই সহকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে মধুপুর থানার গিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন সুকান্ত দাস। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে ঘাতক টিএসআর রাইফেলম্যান সুকান্তের স্ত্রী মল্লিকা রিয়াং পুলিশ কনস্টেবল পদে আর কে পুর থানায় কর্মরত। সম্প্রতি সুকান্ত ছুটির আবেদন করেছিলেন। কিন্তু তার আবেদন মঞ্জুর হওয়ার বদলে তাকে প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হয়। তাই মনে করা হচ্ছে ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় এই হত্যাকান্ড ঘটিয়েছে সে। সুকান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। তবে ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে তা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সঠিক অনুসন্ধানে বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত রহস্য।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৪ঠা ডিসেম্বর ২০২১