আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অন্ধত্ব... ত্রিপুরা থেকে রিয়া দেবী'র কবিতা

    আরশি কথা

    অন্ধত্ব...


    যে হাত ছেড়ে যাওয়ার পর স্মৃতি আরো উজ্জ্বল হয়, সে হাতের মতো হাত আর খুঁজে পাবে না তুমি, হয়তো ছিল ক্ষণিকের ভুল,ছিল কত অভিমান, সময়টাও ছিল বিপরীতমুখী ধরতেও পারোনি। বিস্তীর্ণ মাঠ পেরিয়ে এসেও ফিরে যেতে চাইবে, আকাশের দিকে হাত বাড়িয়ে আকুতিও জানাবে, ফিরে এসো মোনালিসা,ফিরে এসো আরেকটিবার অনিশ্চিত ফিরে আসা জেনেও প্রত্যাশা পরিপূ্র্ণ। হ্যাঁ,সেদিন তুমি শরৎচন্দ্রের দেবদাস হবে হয়তো, নতুবা চাদরে মোড়া নতুন ভালোবাসার উপন্যাস, জানো,প্রেম কখনো ছেড়ে যায়না,ছেড়ে যায় মন, প্রতিটা মানুষের যন্ত্রণা তো,হারানোর পরেই জন্ম।


    রিয়া দেবী, ত্রিপুরা


    ৫ই ডিসেম্বর ২০২১



     

    3/related/default