আবরণে ঢাকা বুকে তাকিয়ে কী দেখছো! হৃদয় ; না বক্ষোজ পুষ্প দ্বয় ! যদি সৎ হও তবে ভেতরের অন্তকরণটা উপলব্ধি করো। সুখদুখের বন্ধু হও। নয়ত গণিকালয় অপেক্ষায় আছে । মুখের দিকে তাকিয়ে গোলাপমুগ্ধ হও! মনে রেখো সেথা মা-বোন-বেটির মমতা আঁকা আছে। আমিও তাকাই, শুধু চোখে চোখে নিশ্চিত নিরাপত্তা খুঁজি ।
- চন্দন পাল, ত্রিপুরা
৫ই ডিসেম্বর ২০২১