আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    দেশের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক ব্যক্ত করেছেন। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আজ এক হৃদয় বিদারক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের চীফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে জেনে আমি অত্যন্ত দুঃখিত। তার মৃত্যুতে দেশ আজ রণ কৌশলগত ও প্রতিরক্ষা দক্ষতার এক রত্নকে হারিয়েছে। দুর্ঘটনায় মিসেস মধুলিকা রাওয়াত এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য ১১ জন কর্মীর মৃত্যুতেও আমি গভীর সমবেদনা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শ্রীদেব দুর্ঘটনায় প্রয়াত সকলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৮ই ডিসেম্বর ২০২১
     

    3/related/default