Type Here to Get Search Results !

বিপিন রাওয়াতের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন রাওয়াতের প্রয়াণে। প্রধানমন্ত্রী তাঁর টুইটারে লিখেছেন, ”তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীর মর্মাহত যে দুর্ঘটনায় আমরা আমাদের জেনারেল বিপিন রাওয়াত, ওঁর স্ত্রী এবং অন্য সেনাকর্মীদের হারিয়েছি। ওঁরা দেশের সেবা করেছিলেন অসীম ধৈর্যের পরিচয় দিয়ে। শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা।” পাশাপাশি অন্য একটি টুইটে তিনি লেখেন, ”দেশের প্রথম সিডিএস জেনারেল হিসেবে রাওয়াত সেনা সংস্কারের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন।” সেই সঙ্গে দেশ যে তাঁর এই ব্যতিক্রমী অবদনাকে ভুলবে না, তাও জানান প্রধানমন্ত্রী। রাওয়াতের অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লেখেন, ”জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকাজির প্রয়াণে আমি মর্মাহত। দেশ হারাল তার অন্যতম সাহসী এক সন্তানকে। মাতৃভূমির প্রতি তাঁর চার দশকের নিঃস্বার্থ সেবার চিহ্ন রয়ে গিয়েছে তাঁর শৌর্য ও নায়কোচিত কর্মকাণ্ডে। ওঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।”রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তাঁর টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘তামিলনাড়ুতে এক চূড়ান্ত দুর্ভাগ্যজনক চপার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য ১১ জন সেনাকর্মীর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। ওঁর অকালপ্রয়াণ আমাদের সেনা ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’


আরশিকথা দেশ-বিদেশ

৮ই ডিসেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.