আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সেই হঠাৎ হারিয়ে যাওয়া হিরোশিমা (নেপালি কবিতা)ঃ কবি মনপ্রসাদ সুব্বা, দার্জিলিং# অনুবাদ: বিলোক শর্মা, ডুয়ার্স

    আরশি কথা

    সেই হঠাৎ হারিয়ে যাওয়া হিরোশিমা 

    (নেপালি কবিতা)


    শহরের মাঝখানে

    হঠাৎ গজিয়ে উঠল

    একটি বিষাক্ত ছত্রাকের বিশালকায় ছাতা

    আর পর পর সাদা হতে থাকা প্রাচীরে দেওয়ালে

    মানুষেরা দেখতে পেল নিজের ছাঁয়ার ছাঁয়াকে।



    কিছুক্ষণ পর

    সেখানে কিছুই ছিল না।

    সহস্রাধিক মেগাওয়াটের ওয়াহাইট হোল গিলে ফেলায়

    সব আলোরা হারিয়ে গিয়েছিল।

    আলোর অস্তিত্বই না থাকাতে

    তার সহচর অন্ধকারও ছিল না।



    সে দিন থেকেই

    ওয়াহাইট হোলের আয়তন বেড়েই চলেছে।

    তাই এখন

    অন্ধকারের গর্ভ থেকে জন্মানো

    উজ্জ্বল স্বপ্নেরা নেই।

    ব্যস, কেবল মণি হারানো চোখেরাই রয়েছে-

    সা...দা! তাকানোই যায় না এমন সাদা!


    -কবি মনপ্রসাদ সুব্বা, দার্জিলিং

    অনুবাদ: বিলোক শর্মা, ডুয়ার্স


    (কবি মনপ্রসাদ সুব্বা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত একজন বিশিষ্ট নেপালি কবি)



    আরশিকথা সাহিত্য

    ২৬শে ডিসেম্বর ২০২১




     

    3/related/default