Type Here to Get Search Results !

ঝুলন্ত ঘড়ি --- আগরতলা থেকে সপ্তশ্রী কর্মকার এর কবিতা

ঝুলন্ত ঘড়ি 

____


অভিশপ্ত সেই যম দিকের দেওয়ালে,

ঝুলন্ত ঘড়িতে আটকানো দমবন্ধ প্রাণ।

স্বপ্ন ছিলো তুমি হবে শীতপাখি, 

আমি সেই শব্দের ছাদে শস্য ছিটিয়ে দেবো। 

কেউ মনকে কাছে নিয়ে ভালোবাসে,

আর কেউ ছোঁয়ার বাহানায় ।

অবাক হওয়ার কিছু নেই, 

একটা রাতে কবিতার বিরুদ্ধে গিয়ে 

শ্রীহীন হয়ে আজকে আমাদের পাতলা চামড়ার হৃদয়ে আজ বিশাল তালা।

পেছনে ফিরে আর চাইব না, 

রাখব না কোনো আবদার ,

গুটিয়ে রাখব নিজেকে শুঁয়োপোকার মতো ,

একাকীত্বের জীবনে বাহারি নেশার রং মেশাবো না। 

শিশির ভেজা রাত দুঃখরা বেরিয়ে যাক 

চোখের জলে,

মন তুলির ক্যানভাসে

তুলির টানে তোমার মুখ আঁকবো,

 পটচিত্রের স্বয়ম্বর সাজিয়ে সেই তোমাকেই

নতুন আলোর দিশা খুঁজে

 আমার আমিতে ভীষণ খুশি থাকতে শিখবো।


- সপ্তশ্রী কর্মকার 

ত্রিপুরা


আরশিকথা সাহিত্য

২৬শে ডিসেম্বর ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সপ্তর্শ্রী কর্মকারের লেখা " ঝুলন্ত ঘড়ি" কবিতাটি পাঠ করে খুব ভালো লাগলো -- শব্দশৈলীর সুন্দর প্রয়োগ, অনুভবের সুন্দর প্রকাশ।

    উত্তরমুছুন