আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পোখরানে সফল নয়া পিনাকা রকেটের পরীক্ষা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    পোখরানে পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল DRDO। গত ৩ দিন ধরে চলছিল এই পরীক্ষা। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে।প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে পিনাকা রকেটগুলি নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল। বিভিন্ন মাত্রার ২৪টি রকেট ছোঁড়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে নিক্ষেপ করা যায় ৭২টি রকেট।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ১১ই ডিসেম্বর ২০২১
     

    3/related/default