আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মঠ মন্দির সাফাই : আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ১৩ ডিসেম্বর কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে একমাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। তারই অংশ হিসেবে শনিবার বিভিন্ন মন্দিরে সাফাই অভিযান করা হয়।৪ দিন ব্যাপি কর্মসূচীর আজ ৭ রামনগর বিধানসভার অন্তর্গত রঞ্জিত নগর এলাকায় শিব মন্দিরে সাফাই অভিযান করেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা তথা দিব্য কাশি বভ্য কাশি কমিটির রাজ্য কনভেনার পাপিয়া দত্ত সহ মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ঝরনা দেববর্মা সহ মহিলা মোর্চার কার্যকর্তারা।




    এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে মন্ডলের পক্ষ থেকে সাফাই অভিযান অংশ নেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার রত্না দত্ত, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তীসহ অন্যান্য কার্যকর্তারা। গোটা মন্দির সাফাই করেন তারা। এছাড়া অন্যান্য মন্দির ও মঠগুলিতে সাফাই অভিযান করা হয় মণ্ডল কমিটির উদ্যোগে। মন্ডলস্তর থেকে জেলাস্তর পর্যন্ত কার্যকর্তারা তাতে অংশ নেন। রবিবারও বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হবে।


    দিব্য কাশি ও বভ্য কাশি কর্মসূচীকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে ১০শে ডিসেম্বর হইতে ১৩ই ডিসেম্বর পর্যন্ত যে ৪দিন ব্যাপি কর্মসূচীতে ২৯নং ওয়াডে  আদর্শ কলোনি মন্দিরগুলো  এলাকার  তিনটি শ্যামা মায়ের মন্দির  স্বচ্ছ ভারত  অঙ্গ হিসেবে সাফাই অভিযান করা হয় করা হয়।উক্ত  স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছিল ২৯নং ওয়াড কাউন্সিলার শ্রীমতি রুমা দাস(সাহা),২৯নং ওয়াড সভাপতি সঞ্জয় সাহা এবং ১৩প্রতাপগড় মন্ডল  সভাপতি সুকুমার ঘোষ মহাশয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১১ই ডিসেম্বর ২০২১




    3/related/default